কুমারখালীত মৎস্য অভয়াশ্রমের সুফলভোগীদের মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীত মৎস্য অভয়াশ্রমের সুফলভোগীদের মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনণ বৃদ্ধির জন্যে কুষ্টিয়ার কুমারখালীর কালিগঙ্গা বাদল বাসা বাওড় মৎস্য অভয়াশ্রমের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাদল বাসা বাওড় এলাকায় মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু সহ অন্যান্যরা।