দৌলতপুরে অগ্নিকান্ডে ১৫০০ পিলি পান বরজ পুড়ে ছাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে অগ্নিকান্ডে ১৫০০ পিলি পান বরজ পুড়ে ছাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৪, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫০০ পিলি পান বরজ আগুনে পুড়ে ছাই। এলাকাজুড়ে প্রায় ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে ১০ জনের বেশী পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে স্থানীয়রা জানান। গতকাল শুক্রবার (৩ মে) অনুমান দুপুর ১২. ৩০মিনিটের দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে পান বরজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিস ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীও সূত্রে জানা যায়, জয়রামপুর গ্রামের রুবেল ইসলামের ২ বিঘা, মানারুল ইসলামের দেড় বিঘা, আজের উদ্দীনের ২ বিঘা, হবিবার, বাবু, কোরবান, ভাদু, ইংরাজুলসহ মোট ১০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে । স্থানীয় রাজনৈতিক নেতা মাজহারুল ইসলাম পিকলু বলেন, এ অগ্নিকান্ডে পানচাষিদের ও এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই এলাকায় অর্থনীতি নির্ভর করে পান চাষের ওপর। এই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। এসময় পান চাষী রুবেল হোসেন বলেন, আমার সব সঞ্চয় দিয়ে এই পান বরজ তৈরি করেছি, এখন আমার সব পুড়ে ছাই হয়ে গেলে, আমার আর কিছুই থাকলো না। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন জানায় , জয়রামপুর গ্রামের পান বরজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত ভেড়ামারা ফায়ার সার্ভিস ইউনিট হাজির হয়। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে কত টাকা ক্ষতি হয়েছে ও কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।