নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার (২৬মার্চ) বেলা ৩টার সময় কুষ্টিয়া শহরের এন এস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে দলটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুষ্টিয়া জেলা তাতিলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, ডাঃ আমিনুল হক রতন, সাংগাঠনিক সম্পাদক হাসানুর আসকর হাসু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুল হক পুলক, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব উন নিসা সবুজ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ ও কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ প্রমুখ। এ সময় উপ¯ি’ত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম ,সাধারন সম্পাদক রেজাইল হকসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে পুষ্পস্তবক করা হয়। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
