ইবিতে গণহত্যা দিবসে ১ মিনিট ব্ল্যাকআউট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে গণহত্যা দিবসে ১ মিনিট ব্ল্যাকআউট 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৫, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার (২৫ মার্চ) রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত (জরুরি স্থাপনা ব্যতিত) ক্যাম্পাসে ব্ল্যাকআউট করা হবে। এছাড়াও ২৫ মার্চ দিবাগত রাতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের কামনায় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে? শনিবার ২৫ ও ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। । অনুরূপ ভাবে হলের প্রভোস্টবৃন্দ স্ব স্ব হলে সকাল ৯.১৫ মিনিটে হলে পতাকা উত্তোলন করবেন। এছাড়াও শহিদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।  প্রশাসনের পতাকা উত্তোলন পর্ব শেষে প্রশাসন ভবন চত্বর হতে শহিদ স্মৃতিসৌধ পর্যন্ত উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যাালি বের করা হবে। র‌্যালিতে প্রশাসনের নেতৃবৃন্দ ছাড়াও সকল হল, অনুষদ, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন। র‌্যালি শেষে শহিদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্যসহ প্রশাসনের নেতৃবৃন্দ। সর্বস্তরের পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।  উল্লেখ্য যে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, ভিসি বাংলো, প্রশাসন ভবনসহ গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জা করা হবে।