ভেড়ামারায় গোরস্থানে দশটি ল্যাম্পপোস্ট স্থাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গোরস্থানে দশটি ল্যাম্পপোস্ট স্থাপন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভবানীপুর গ্রামে অবস্থিত দক্ষিণ ভবানীপুর গোরস্থানে দশটি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে আলোর দিশারী যুব সংগঠন। গতকাল শুক্রবার (১৫ মার্চ) জুম্মার দিন ইফতারের পূর্ব মুহূর্তে উক্ত গোরস্থানে ল্যাম্পপোস্ট (আলোক বাতি) স্থাপন ও উদ্বোধন উপলক্ষে নাম ফলকের স্থলে একটি দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।  উদ্বোধনী কর্মসূচি শেষে মসজিদে মুসল্লিদের জন্য এক ইফতার মাহফিল এর আয়োজন করেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি। এলাকাবাসী জানান, গোরস্থানে আলোর বন্দোবস্ত করার ফলে এখন থেকে রাতের বেলাতেও গোরস্থানে দাফন কাফনের কাজ সহজে করা সম্ভব হবে। এর ফলে এলাকাবাসীর অনেক উপকার হলো বলে মনে করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ভবানীপুর আলোর দিশারী যুব সংগঠনের মোঃ পিন্টু হোসেন, মোঃ লাদেন হোসেন, জয়, সজীব, মোহন, কনক, আকাশ, রহমান কাজী, মাহফুজ, গগন ও  রিপন প্রমুখ স্বেচ্ছাসেবীগণ এর প্রচেষ্টার অংশ হিসাবে এলাকার গোরস্থানটি আলোকিত করার ব্যবস্থা হল। এর আগে গোরস্থান এলাকায় রাতের বেলায় নিঝুম অন্ধকার বিরাজমান থাকতো।