দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৭, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভ‚মিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। গতকাল বুধবার (৬ মার্চ) সকালে র‌্যাবের সদর দপ্তরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কীভাবে স্যাংশন আসে? এটা গ্রহণযোগ্য নয়। স্যাংশন কোন সময় এক তরফা হতে পারে না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। র‌্যাবের সকল সদস্যকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ধন্যবাদ জানাই র‌্যাবের সকল সদস্যকে। জীবনের ঝুঁকি নিয়েও তারা বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভ‚মিকা রেখেছেন। জঙ্গীবাদ দমনে তারা বিশেষ ভ‚মিকা রেখেছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মাদক, কিশোর গ্যাং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ। তাদের মেধা নষ্ট হচ্ছে। তাদের কর্ম শক্তি নষ্ট হচ্ছে। এই মাদক বিস্তার রোধে র‌্যাব সব সময়ই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে যাচ্ছে, যা আরও বেশি কার্যকর করা প্রয়োজন।’ সরকার প্রধান বলেন, ‘রমজানে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’