মিরপুরে পবিত্র রমজান মাসে প্রানীজাত পণ্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পবিত্র রমজান মাসে প্রানীজাত পণ্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার মিরপুরে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহের জন্য জবাইয়ের পূর্বে পশুর সুস্থতার সার্টিফিকেট প্রদান, প্রাণী সম্পদ ডিজিটাল সার্ভে ২০২৪ এবং পবিত্র রমজান মাসে প্রানীজাত পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ মার্চ) মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার,  মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল­াহ আল মামুন প্রমূখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হকের সার্বিক সমন্বয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু সহ মিরপুর উপজেলার সকল পর্যায়ের মাংস ব্যবসায়ীবৃন্দ। মিরপুর উপজেলায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে প্রত্যেকটি গরু জবাই এর আগে অবশ্যই প্রাণিসম্পদ অফিসের ডাক্তারদের মাধ্যমে পরীক্ষা করে গরু জবাই করতে হবে। এখন থেকে মিরপুর উপজেলার   প্রত্যেক মাংস ব্যবসায়ী সকল গরু জবাইয়ের আগে প্রাণী সম্পদ অফিসের ডাক্তারদের দ্বারা পরীক্ষা করে জবাই করবেন বলে জানান তারা।