নিজ সংবাদ \\ কুষ্টিয়ায় র্যাব-১২ এর অভিযানে ১ হাজার ৯৩৬ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি এবং মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকাসহ শেফালী খাতুন (৫০) নামে একজন নারীকে আটক করেছে র্যাব-১২। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে অভিযান পরিচালনার সময়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামের ওমর বেপারীর স্ত্রী। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সকালের দিকে কুষ্টিয়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ। এসময় তিনি বলেন, আটককৃত নারী দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা করে আসছিলেন এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন। ঐ নারী কুষ্টিয়া পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিলেন।
