জাতির উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে শিক্ষার উপর: ডিসি এহেতেশাম রেজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতির উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে শিক্ষার উপর: ডিসি এহেতেশাম রেজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৪

আগামী ১৫ ফেব্রুয়ারি ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। এ বছর সারা বাংলাদেশে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এএসসিও সমমানের পরীক্ষায়  অংশ গ্রহন করবে। সেই উপলক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে শিক্ষার উপর: ডিসি এহেতেশাম রেজা

উক্ত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক কুষ্টিয়া এহেতেশা রেজা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তারেক জুবায়ের, জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম শীল, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতনা এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, হল সুপার ও কেন্দ্র সচিবগণ। সভায় জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন, অপরিহার্য এবং ব্যাপক। একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদন্ড”। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদন্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। আসন্ন এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার আপনারাই মুল  দায়িত্ব পালন করবেন। আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না। তারপরও কোন অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিক সেটি উপস্থাপন করে সমাধানের প্রচেষ্টা নিতে হবে। আশা করি আপনাদের সহযোগিতায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা খুব সুন্দর ভাবে সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার তারিখ ষোষণা করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৪ সালের ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্র“য়ারি শুরু হবে। শেষ হবে ১২ মার্চ। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন নিতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।