নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্বজনদের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্বজনদের মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা।

নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্বজনদের মানববন্ধন

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা কালেক্টর চত্বরে মিছিল করে এসে মানববন্ধন করে তারা। গত ২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব আহমেদ নামে ওই ব্যাংক কর্মকর্তা। ওই দিন রাতেই কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। মানববন্ধনে নিখোঁজ রাজীব আহমেদের স্ত্রী রায়হানা পারভীন বলেন, নিখোঁজের পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোনও বন্ধ। তাঁকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি করেন তিনি। নিখোঁজ রাজীব আহমেদের ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন, মুক্তিপণ দাবি বা এ ধরনের কোনো ফোন আমরা পাইনি। যেকোনো মূল্যে রাজীবকে উদ্ধারের দাবি জানান তিনি।