কুষ্টিয়া-৪ আসনে কুমারখালী-খোকসা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৪ আসনে কুমারখালী-খোকসা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৪

কুষ্টিয়া – ৪ আসন কুমারখালী – খোকসাতে দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে শনিবার (৬ জানুয়ারী) সকাল থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়। আর বিকেলের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যান দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা।

কুষ্টিয়া-৪ আসনে কুমারখালী-খোকসা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকে সামনে রেখে উপজেলা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে তত্পর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততম সড়কগুলো অনেকটা ফাঁকা। কুষ্টিয়া -৪ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫ শ’৯৫ জন । এর মধ্যে পুরুষ রয়েছে ১ লাখ ৯৯ হাজার ৭শ’ ৩৩ মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮ শ’৬০ জন এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৪৮ টি ।

এর মধ্যে কুমারখালীতে ৯৮ টি খোকসাতে রয়েছে ৫০ টি। সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল হক জানান, শনিবার সকাল ৮টায় কুমারখালী প্রশাসকের কার্যালয় চত্বর থেকে কুষ্টিয়া-৪ আসনের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। ৭ তারিখ সকালে ব্যালট পেপার প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে টহলে রয়েছে তারা। ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে, সবার জন্য নিরাপদ অবস্থা সৃষ্টি করতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।