আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু বলেছেন, মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে থেকে সকল জনগণের পাশে থাকবো।

আমার একটি রাজনৈতিক পরিচয় থাকলেও আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে সকল দলের, সকল মতের মানুষ আমার কাছে সমান অধিকার পাবে। কারণ আমার পিতা আমাকে শিখিয়েছেন যে, যিনি জনপ্রতিনিধি হবেন, তিনি কোন গোষ্ঠি বা দলের নন। তিনি সবার, সকলের কল্যাণে তাকে কাজ করতে হবে। তাই আমার দরজা সকলের জন্য খোলা থাকবে। কুষ্টিয়া সদরের সকল শ্রেণি-পেশার মানুষ দিন-রাত সব সময় কারো মাধ্যমে নয়, সরাসরি আমার কাছে যেতে পারবেন এবং কথা বলার সুযোগ পাবেন।
তণু বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়ার উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও ভূমিদস্যু মুক্ত স্মার্ট কুষ্টিয়া সদর গড়তে চাই। বেকারত্ব দুর করার জন্য বন্ধ মিল-কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র শিল্পনগরী গড়ে তুলতে চাই। যুবসমাজের লেখাপড়ার পাশাপাশি আউট সোর্সিংসহ অনলাইন ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টি করতে চাই। তণু বলেন, যেসব রাস্তাঘাট, ড্রেন, নদীনালা, হাট, বাজারের উন্নয়নের প্রয়োজন সেগুলো অতিদ্রুত করার চেষ্টা করবো এবং বহুমুখি প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এ উন্নয়ন কাজগুলো করার সুযোগ আমার আছে। তনু বলেন, আমি বসন্তের কোকিল নয়, আমি আপনাদের মাটি ও মানুষের সন্তান। কুষ্টিয়া সদরে আমার জন্ম এবং মৃত্যুর পর এই কুষ্টিয়া সদরের মাটিতেই আমার সমাহিত হবে।
তণু বলেন, আমি পিতার যোগ্য উত্তসূরি হয়ে রাজনীতি করতে চাই, অর্থ উপার্জনের জন্য নয়। সৎ ও সততার মধ্যদিয়ে আপনাদের পাশে থেকে জীবনের বাঁকী সময়টুকু আপনাদের কল্যাণে কাজ করতে চাই। তনু বলেন, মানুষ ভুল ত্র“টির উর্ধে নয়, আমার এবং আমার পরিবারের কাছ থেকে যদি কেউ কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মন থেকে ক্ষমা করবেন। তণু বলেন, আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ আপনারাই আমাকে করে দিতে পারেন। আশারাখি আপনারা দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে এমপি হিসেবে আমাকে কুষ্টিয়া সদরের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।
বৃহস্পতিবার কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার মটর সাইকেল যোগে শেষ প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। এসময় হাজারো নারী-পুরুষ তণুকে একনজর দেখার জন্য ছুটে আসেন। তণুর কথা শুনে আবেগ আপ্লুত হয়ে অশ্র“সিক্ত নয়নে অনেকেই তণুকে জড়িয়ে ধরেন। তারা ঈগল প্রতীকে ভোট প্রদানের প্রতিশ্র“তি দেন।
