নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। কুষ্টিয়া-২ আসন ভেড়ামারা-মিরপুর বাসীর ভাগ্যের পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে দিনব্যাপী নির্বাচনী পথসভা করেছেন কামারুল আরেফিন।

তিনি বলেন, আমি সব কিছু ছেড়ে জনগণের পাশে দাড়িয়েছি। আমার উপর একটিবার বিশ্বাস করে ভরসা রেখে ট্রাক প্রতীকে ভোট দেন। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সমস্যা সমাধানে অংশীদার হবো। মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত ১৫বছরে ভেড়ামারা মিরপুরে কোন উন্নয়ন হয়নি। আগামী ৭জানুয়ারি ট্রাক প্রতীক বিজয়ী হলে জনগণের আশা আকাঙ্খা পুরন হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার পৌর এলাকা সহ কাঁচাবাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত সতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন নির্বাচনী পথসভা করেন। পরে বেলা ৩টার দিকে জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামারুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাহেদ আহমেদ শওকত।
ভেড়ামারা কাঁচাবাজারে পথসভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা। জুনিয়াদহ ইউনিয়নে পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক রাজা, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা পবন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হযরত কাজী, হাফিজুর রহমান, তোফাজ্জল হোসেন, কামান্ডার আলম জাকারিয়া সহ দলীয় নেতৃবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
