কুষ্টিয়া হরিপুরে জুয়াড়ী স্বামীর হাতে এক গৃহবধু নির্যাতনের শিকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া হরিপুরে জুয়াড়ী স্বামীর হাতে এক গৃহবধু নির্যাতনের শিকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৩

কুষ্টিয়া হরিপুরে এক গৃহবধু জুয়াড়ী স্বামীর হাতে নির্যাতিত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া হরিপুরে জুয়াড়ী স্বামীর হাতে এক গৃহবধু নির্যাতনের শিকার

নির্যাতনের শিকার গৃহবধুর সাথে কথা হলে তিনি জানান আমার স্বামী মোঃ আসাদুর জামান সজিব, পিতাঃ মোঃ আতিয়ার রহমান, গ্রামঃ হরিপুর, থানাঃ কুষ্টিয়া সদর। সে একজন চিহ্নিত জুয়াড়ী। তার নিজ বাড়িতে প্রতিদিনই বসে বড় জুয়ার আসর। গভীর রাত পযর্ন্ত চলে জুয়া এবং মাদকের আসর। তার নামে কুষ্টিয়া মডেল থানায় একটা জুয়ার মামলা রয়েছে। সেই সাথে সজীব এর বিরুদ্ধে এলাকাবাসিদের ও রয়েছে অভিযোগ।

বৃহঃবার ওই গৃহবধু মোছাঃ সাবরিনা রশিদ নির্যাতনের শিকার হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে বলেন আমাকে ৩(লক্ষ) টাকার জন্য বেশ কিছুদিন যাবৎ আমার স্বামী চাপ সৃষ্টি করে আসছে। আমার বাবা গরীব মানুষ, এত টাকা দেওয়া সম্ভব না এই কথা জানালে আজকে (বৃহঃবার) আমার স্বামী, স্বামীর বোন, আমার শ্বাশুরী মিলে আমাকে বেদমভাবে বাটাম দিয়ে পিটিয়েছে, সেই সাথে চড় থাপ্পর মেরেছে তিনজন সম্মিলিতভাবে। আঘাতের পর আমি কানে কম শুনছি। মাজায় ব্যাথা অনুভব করছি। নাকের পাশে আঘাতের কারনে কেটে গেছে। এক প্রশ্নের জবাবে গৃহবধু সাবরিনা রশিদ জানান, আমার স্বামী সজীব বিদেশে যাওয়ার জন্য এই টাকা লাগবে তাই আমার উপর চাপ সৃষ্টি করছে। মুলত আমার স্বামী একজন জুয়াড়ী। জুয়ার জন্যই এই টাকা লাগবে বলে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।