দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য আবদুর রউফের কর্মী সমর্থকদের মধ্যে একের পর এক সংঘর্ষ, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, হুমকি, পাল্টাপাল্টি একাধিক অভিযোগ ও মামলা করা হয়েছে।

এসব ঘটনায় উভয় পক্ষের কর্মী-সমর্থক আহত হয়েছেন। দু’পক্ষের কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।
এ মামলায় দুপক্ষের মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ৬ইউনিয়নের ভালুকা এলাকায় যদইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ট্রাক প্রতীকের অফিসে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৫ জন কর্মী আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, সন্ধ্যার পরে নৌকার সমর্থক অনুসারীরা যদুবয়রা, লালন বাজার, জোতমাড়া, চাঁদপুর এলাকা থেকে এসে বহলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের অফিসে হামলা ও ভাঙচুর করে ছাতিয়ান এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করে। পরে সেখান থেকে জয় বাংলা বাজারে মূল কেন্দ্রীয় অফিসে আক্রমণ করলে অফিসের কর্মী ও স্থানীয় বাজারের জনগণ ছুটে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ৬-৮ জন আহত হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষই মামলা করেছেন। উভয়পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি। প্রসঙ্গত, নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এলাকায় বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পাওয়ার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি ভাংচুর করেন নৌকার কর্মীরা। এ ঘটনায় বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত।
