নির্বাচন বানচালকারী সন্ত্রাসবাদীদের প্রতিহত করতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলা জাসদের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজারের ঈগল চত্বরে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মিরপুর উপজেলা জাসদের প্রচার সম্পাদক বাহাদুর আলী শেখ, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ সম্পাদক মাসুদ ডাক্তার, জাসদ ছাত্রলীগের জেলা সেক্রেটারী মীর মুকতিছুর রহমান মির্জা। এসময় উপজেলা ও ইউনিয়ন জাসদ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
