১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৩
১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জোটের শরিকদের নিয়ে বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে। বৈঠকের পর শরিক দল অসন্তোষ প্রকাশ করেননি। ১৪ দলের জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে।

১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

১১ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার কখনো খুন গুমের সাথে জড়িত নাই, এটা বিএনপির কাজ ছিল। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সেসময় হত্যা ও গুমের রাজনীতি চালিয়েছিল।

এসময় অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাসহ ২৫-২৬ হাজার জনকে গুলি করে হত্যা করেছে। সামরিক বাহিনী, নৌ-বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদেরকে বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। শুধু তাই নয়, ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এরপর জাতীয় চার নেতাকে হত্যার শিকার হতে হয়েছিল। ২০০৪ সালে ক্লিন হার্ট অপারেশনের নামে ৬৫ জন যুবলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করেছিল। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।