শ্রমিকদের পাথর নিক্ষেপ, এক পুলিশ কর্মকর্তা সহ আহত তিনজন
কুষ্টিয়ায় গড়াই পরিবহনের একটি গাড়ি আটক করাকে কেন্দ্র করে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বাস শ্রমিকেরা।

শ্রমিকদের পাথর নিক্ষেপ, এক পুলিশ কর্মকর্তা সহ আহত তিনজন
বৃহস্পতিবার রাত ৮ টায় কুষ্টিয়া মজমপুর ট্রাফিক মোড়ে ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় কুষ্টিয়া সদর ফারির উপপরিদর্শক দিপংকর সহ আহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সুত্রে জানা যায়, গাড়াই পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪৮৪৮৪ নাম্বারের গড়াই গাড়ি ট্রাফিক মোড় দিয়ে মোড় নিতে গেলে ট্রাফিক পুলিশ নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে সেদিক দিয়ে গাড়িটি মোড় নিলে আটক করা হয়।
সে সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে সেই সাথে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ বিষয়ে শ্রমিকদের সাথে কথা বললে জানান, ট্রাফিক মোড়ে গাড়ি মোড় নিতে গেলে অকথ্য ভাষায় কথা বলে ট্রাফিক পুলিশ সেই সাথে হাতে হাতকড়া দিতে যায় এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ জানান, ভুল বোঝাবুঝির জন্য অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে পুলিশের উপরে হামলার ঘটনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
