কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৩
কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

কুষ্টিয়ায় অবরোধ হরতালের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার মজমপুর গেট থেকে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

কুষ্টিয়ায় অবরোধবিরোধী মিছিল-সমাবেশ

এ সময় নেতাকর্মীরা অবরোধ হরতাল, জ্বালাও পোড়াও ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনকে সফল করতে নৌকার পক্ষে স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে দলীয় জেলা কার্যালয় বঙ্গবন্ধু মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান প্রমুখ। এদিকে অবরোধের পক্ষে বিএনপি নেতা-কর্মীদের দেখা যায়নি। মোড়ে মোড়ে টহল ছিলো আইন-শৃঙ্খলা বাহিনীর।