পুলিশে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন খুলনা রেঞ্জ’র ডিআইজি
বাংলাদেশ পুলিশে কর্মরত খুলনা রেঞ্জের পদোন্নতি প্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের র্যাংক ব্যাজ পরিয়েছেন খুলনা রেঞ্জ’র ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম ।

পুলিশে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন খুলনা রেঞ্জ’র ডিআইজি
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। এ সময় তিনি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পরে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা গণও খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক’কে ফুল দিয়ে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী (বিপিএম-সেবা), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) হাসানুজ্জামান (পিপিএম) সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণদের পরিবারের সদস্য বৃন্দ।
