খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন ও হলরুম উদ্বোধন
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন ও হল রুম উদ্বোধন করা হয়েছে। ৩১’অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভবন দুটি উদ্বোধন করা হয়েছে।

খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন ও হলরুম উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী কমিশন ভুমি বিধান কান্তি হলদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম,পি জর্জ বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই পূর্বের ন্যায় দেশের উন্নয়নের মহাযজ্ঞকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানি প্রেতাত্মারা বিএনপি-জামাত মহা ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু সেই ষড়যন্ত্র বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রতিহত করে চির দুঃখী বাংলার মানুষকে আলোর পথে নিয়ে যাবো। বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান এমপি জর্জ।
অবহেলিত খোকসা উপজেলার জন্য নতুন উপজেলা পরিষদ ভবন,হলরুম ও মডেল মসজিদ বর্তমান সরকারের উন্নয়নের নতুন মাইলফলক স্থাপিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত সাধারণ মানুষ।
