দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৩
দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলার শাখার সভাপতি মোফাজ্জেল হক দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাজুডাঙ্গা, তারাগুনিয়া, আল্লারদর্গা, বৈরাগীরচর, ফিলিপনগর, মথুরাপুর, প্রাগপুর ও খলিসাকুন্ডিসহ বিভিন্ন এলাকার ১২টি পূজামন্ডপ পরিদর্শন করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পূজামন্ডপ পরিদর্শনকালে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক বলেন- ধর্ম যার যার উৎসব আমাদের সবার। তাই আজ শারদীয় দূর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে বাঙ্গালীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপের পূজা আয়োজনকারীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। পূজামন্ডপ পরিদর্শনকালে মোফাজ্জেল হক’র সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, আসমত আলী মাষ্টারসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন: