কুমারখালীতে জেলা প্রশাসকের দূর্গাপূজা মন্দির পরিদর্শন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। সোমবার শারদীয় দূর্গাপূজার মহানবমী’র রাতে বিভিন্ন মণ্ডপ ঘুরেঘুরে পরিদর্শন করেন তিনি।

কুমারখালীতে জেলা প্রশাসকের দূর্গাপূজা মন্দির পরিদর্শন
এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএএ, বিপিএম পিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা হিন্দু – বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুধাশু ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, জেলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সু – শৃঙ্খলে চলেছে দুর্গাপূজার মহোৎসব ২০২৩। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা উৎসবমূখর করতে সদা সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা ঘটনি। তিনি প্রত্যাশা করছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব শেষ হবে।
![]()
