কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৩

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া গ্রামে মোছা: শায়লা খাতুন (৩৩) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।মৃত শায়লা খাতুন কুমারখালী থানার বাগুলাট ইউনিয়নের বাগুলাট চরপাড়া গ্রামের মো: কিরামত শেখ এর মেয়ে ও একই ইউনিয়নের নাতুড়িয়া গ্রামের মো: হান্নানের স্ত্রী।

কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খোজ নিয়ে জানাযায় সোমবার সকাল ৯:৩০ এর সময় তার নিজ ঘর থেকে লাশ পাওয়া যায়, ওই সময় পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনার স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এই বিষয়ে স্থানীয়রা জানায়, তার পেটে তিন মাসের বাচ্চা ছিল এবং শারীরিকভাবে অসুস্থ এবং স্টক জনিত কারণে মৃত্যুবরণ করেন।

এদিকে তার বড় মেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমার মা অসুস্থ ছিল না এবং আমার মা মারা যায়নি আমার মাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছ। আমার বাবা আগে থেকে আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতো এবং মাঝেমধ্যে গায়েও হাত তুলতো। আমি রবিবার আমার নানির বাড়িতে এসেছি সোমবার সকাল ৯ টায় যখন বাড়িতে যাই আমি বাড়িতে যেয়ে দেখতে পাই আমার মা বিছানার উপর ওপর হয়ে পড়ে আছে পরে আমি দেখছি আমার মা আর বেঁচে নেই এবং আমার মায়ের পেটে এবং পিঠের এদিকে মারের আঘাত আছে।

আমার বাবাই রাতে হয়তো আমার মাকে মেরে ফেলেছে এবং আমরা ছোট ছোট চার ভাই বোন এখন আমরা কোথায় যাব।

কুমারখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এদিকে মৃত শায়লা খাতুন এর বাবা মো: কিরামত শেখ বলেন আমার মেয়ে কোন ধরনের অসুস্থ ছিল না এবং মেয়ের পেটে চার মাসের বাচ্চা আছে। আমার মেয়েকে আমার জামাই নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে আমরা কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং লাশ পোস্টমাডাম শেষে আমার নিজের বাড়িতে মাটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম বলেন ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি আমরা ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে ছিলাম এবং লাশ ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।