কুমারখালী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ ই অক্টোবর সকাল ১০ টায় সাংসদ সদস্যর দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত।

কুমারখালী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামসুজ্জামান অরুন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস কুমারখালী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার। এসময় আরও বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুধাংশ কুমার ঘোষ প্রমুখ।
এ সময় কুমারখালী উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সকল মন্দির কমিটির প্রতিনিধির হাতে মাননীয় সংসদ সদস্য সলিম আলতাফ জর্জ আর্থিক অনুদান তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিশির কুমার বিশ্বাস।
![]()
