কুমারখালীতে প্রদীপ ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সীলগালা ও জরিমানা
কুষ্টিয়া কুমারখালীতে ডায়াগন্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রদীপ ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ অর্থ জরিমানা ও ডায়াগনষ্টিক সেন্টারটি সিলগালা করা হয়।

কুমারখালীতে প্রদীপ ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সীলগালা ও জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ আমিরুল আরাফাত সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী। অভিযানে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করা। ডায়াগনষ্টিক সেন্টারে তল্লাশি চালিয়ে ব্যবহার অনুপযোগি চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়। আগামীদিনে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয় হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ার ইসলাম জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আমরা ডায়াগনষ্টিক সেন্টারে পরিদর্শনে যাই। প্রদীপ ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনায় অসংগতি ছিলো যার জন্য তাদেরকে জরিমানা ও আগামীতে সংশোধনের জন্য সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
![]()
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, অনিয়ম, অব্যবস্থাপনা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি ডায়াগনষ্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। এধরনের অভিযান নিয়মিত অব্যহত থাকবে’।
