ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৬, ২০২৩
ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর নোফেল ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে মিলনমেলা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০১ কক্ষে বিশ্ববিদ্যালয়ের নোফেলিয়ানদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা

ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা

এইসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১২০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া নবীনদের ফুলেল শুভেচ্ছা ও প্রবীনদের ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানটি নোফেল ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এবি এম ফারুক, যুক্ত ছিলেন, অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ, নোফেলের সাবেক সভাপতি আজিজুল হক পিয়াস।

এ সময় প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের নিজেকে নিজেদের জায়গা তৈরি করে নিতে হবে। বড়দের থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। সর্বোপরি নতুনদের জন্য শুভেচ্ছা ও অন্যদের জন্য শুভ কামনা।’

আরও পড়ুন: