দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৩
দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মা। শনিবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মাদকাসক্ত মো. শাহিন হোসেনের মা মোছা. ভানুয়ারা খাতুন দৌলতপুর থানায় হাজির হয়ে ছেলের বিরুদ্ধে লিখিত এ অভিযোগ দেন।

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের থানায় অভিযোগ

মৃত ইছার উদ্দিন সরদারের স্ত্রী ভানুয়ারা খাতুন অভিযোগে উল্লেখ করেছেন, তার সন্তান শাহিন হোসেন (৩৫) গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক সেবন করে থাকে। মাদক সেবনের টাকা না দিলে তাকে মারপিট করে ঘর থেকে টাকা চুরি করে মাদক সেবন করে। এমনকি মাদক সেবনের টাকা যোগাড় করতে না পারলে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় চুরি করে মাদক সেবনের টাকা সংগ্রহ করে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

শনিবার রাত ৮টার দিকে মাদক সেবনের জন্য তার মা’র কাছে টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাদকাসক্ত শাহিন তার মাকে বেধড়ক মারপিট করে এবং হাসুয়া দিয়ে খুন করতে উদ্যত হলে সে পালিয়ে প্রানে বাঁচে।

এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত নিজ সন্তানের এমন কর্মকান্ডে পরিবারের লোকজনসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদকাসক্ত ও চোর সন্তান শাহিন হোসেনকে অবিলম্বে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন অসহায় ও নির্যাতিত মা ভানুয়ারা খাতুন।

আরও পড়ুন: