কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৩
কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন

কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ন্যায়কুঞ্জের কনসেপ্টটা আমরা অনেক চিন্তা করেই করেছি। এই যে আদালত, এই অফিস সবই জনগণের স্বার্থে করা হয়েছে। ন্যায়কুঞ্জও করা হয়েছে জনগণের সেবার জন্যই। দেশের প্রতিটি আদালত চত্বরেই ন্যায়কুঞ্জ করা হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালের দিকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার‘ন্যায়কুঞ্জ’এর জুম মিটিংয়ে শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন

কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন

কুষ্টিয়ায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ শুভ উদ্বোধন

প্রধান বিচারপতি বলেন, জনগণের সেবা দেওয়ার জন্য মূলত এইগুলো তৈরি করা। সবার দায়িত্ব হচ্ছে জনগণ সব সেবা যাতে সহজভাবে পায়, স্বাচ্ছ্যন্দবোধ করে, এই চিন্তা থেকেই আমরা এই কনসেপ্টটা করি। কনসেপ্টটা করি। গ্রামগঞ্জ ও দূর-দূরান্ত থেকে যেসব মানুষ আদালত চত্বরে আসেন, বিশেষ করে নারীদের বেশি সমস্যা পোহাতে হয়। অনেকে বাচ্চা নিয়ে আসেন আদালত চত্বরে, তাদের বসার জায়গা, পানি খাওয়া, টয়লেট ব্যবহার করতে হয়। এই চিন্তা থেকে আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, প্রত্যেক আদালত চত্বরে এরকম কোনো বিশ্রামগার করা যায় কিনা। প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে বিজয় একাত্তর উদ্বোধনের দিন ওয়াদা করেন এটা করে দেবেন। সারাদেশে বিচার পেতে আসা মানুষের দুর্ভোগ কমাতে এই বিশ্রামগার ‘ন্যায়কুঞ্জ’ করার জন্যে ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বাজেট হয়েছে। দেশের প্রতিটি আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ হবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় অন্যদের মধ্যে ভাউচাল জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রুহুল আমীন। এ সময়ে উপস্থিত ছিলেন স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কেরামত আলী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ আলী আহসান, আবীর পারভেজ সহ অন্যান্য বিচারকবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: