কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০১৫

আমাদের আজকের আলোচনার বিষয় কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান।

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান:-

কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার একটি মহকুমা ছিল। এখানে দেখার মত অনেক স্থান রয়েছেঃ

  • রবীন্দ্রনাথের কুঠিবাড়ী – কুমারখালি উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী রয়েছে;
  • ফকির লালন সাঁইজির মাজার – বাউল ফকির লালন সাঁইজির মাজার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে;

 

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান

টেগর লজ – কুষ্টিয়া জেলা

 

  • টেগর লজ – কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দোতলা ভবনটি;
  • পরিমল থিয়েটার – কুষ্টিয়া শহরের স্থায়ী রঙ্গমঞ্চ,যা বর্তমানে একটি শপিং মলে পরিণত হয়েছে;
  • গোপীনাথ জিউর মন্দির – নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় কর্তৃক দানকৃত জমির উপর নির্মিত;

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

  • মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা – বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত;
  • পাকশী রেল সেতু – কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু;
  • লালন শাহ সেতু – কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত “লালন শাহ” সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু।
  • ঝাউদিয়া শাহী জামে মসজিদ – চারশো বছরের পুরনো ঝাউদিয়া শাহী জামে মসজিদ, নবাব শায়েস্তা খানের আমলে নির্মিত।

 

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান

ফকির লালন সাঁইজির মাজার -কুষ্টিয়া জেলা

 

  • পদ্মা-গড়াই মোহনা – কুষ্টিয়া শহরের অদূরেই রয়েছে পদ্মা গড়াই নদীর মোহনা, অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ স্থানটি বরাবরই পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকে
  • স্টেডিয়াম খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মিত হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম যা ১৩ একর জমির উপর ২০২৩ সালে উদ্বোধন হতে পারে নির্মাণাধীন
  • এছাড়াও কুষ্টিয়া জেলাতেই রয়েছে দেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালি সরকারি বালিকা বিদ্যালয়, দেশের প্রথম রেলস্টেশন জগতি রেলস্টেশন, কুষ্টিয়া পৌরসভার চত্বর দেশের প্রথম রেলসেতু গড়াই রেলসেতু, দেশের প্রথম রেললাইন, কুষ্টিয়ার বৃহত্তম বিল চাপাইগাছী-নান্দিয়ার বিল, স্বস্তিপুর শাহী জামে মসজিদ, ‘গোল্ডেন ভিলেজ’ খ্যাত দৌলতপুরের পঁচিশটি গ্রাম, বারাদি টেরাকোটা মঠ, খোকসা ফুলবাড়ি মঠ, গড়াই পাড়,শেখ রাসেল সেতু, উপমহাদেশের একসময়ের বৃহত্তম বস্ত্রকল মোহিনী মিল ইত্যাদি।

আরও পড়ূনঃ