ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রফেসর ড. মো. সজীব আলীকে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নতুন সভাপতি ড. সজীব

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. সজীব আলীকে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন (৩) বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. আনিসুর রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে নব নিয়োগপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো. সজীব আলী বলেন, করোনার সময় একটা ধাক্কা গেছে। এখন বিভাগ যে অবস্থায় আছে। পরবর্তীতে আমি চেষ্টা করবো বিভাগকে এগিয়ে নিতে। আমি আমার সহকর্মীদের সহযোগীতা পেলে আমার ইচ্ছে আছে অনার্স ৪ বছরের কোর্স ৪ বছরেই শেষ করার এবং মাস্টার্স দেড় বছরের মধ্যেই শেষ করার।

আরও পড়ুন: