কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৩
কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ায় কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় সুলতানা খাতুন (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কুমারখালীর উপজেলার মধুপুর গ্রামে এঘটনা ঘটে।

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিহত বধূ ওই গ্রামের দিনমজুর মো. জসিমের স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী পালিয়ে বলে জানায় স্থানীয়রা।

নিহত গৃহবধূর শ্বাশুড়ি নাছরিন খাতুন জানান, ১৮ বছর বয়সেই তাঁর ছেলে জসিম চারটি বিয়ে করেছে। সকাল সাড়ে ৯ টার দিকে ছেলের চতুর্থ স্ত্রী সুলতানা হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁর ছেলে হাসপাতালে আসেনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুমারখালী থানার উপ পরিদর্শক মো. মারুফ হাসান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন: