কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৪
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ ৪ জন মাদক কারবারী কে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৪
১৩ সেপ্টেম্বর (বুধবার) কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল “খ”এর পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমার নেতৃত্বে এবং উপ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেনের সঠিক পরিচালনায় একটি চৌকস টিম গঠন করে দিনব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ ৪ জন মাদক কারবারী কে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন কালিশঙ্করপুরের মৃত ফারুকের ছেলে মোহাম্মদ কুমার (৪০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন দ্বিতীয় আসামি একই এলাকার শরিফুল ইসলামের ছেলে তানভীর তহিদ (৩৮) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ঈশিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
একই দিনে সদর এসিল্যান্ড মোঃ দবির উদ্দিনের নেতৃত্বে যুগিয়া এলাকা থেকে বাবুলের ছেলে বিপ্লবকে মাদক সেবনের অপরাধে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোঃ দবির উদ্দিন এসিলেন্ট কুষ্টিয়া।

এছাড়া ১৩ ই সেপ্টেম্বর দিবাগত রাতে পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমা ও উপপরিদর্শক মোঃ সানোয়ার হোসেন মজমপুর গেট এলাকার মোঃ আলীর ছেলে রাহিম (২৫) কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে, উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
