বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৩
বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া জেলা বিএনপির জনসভায় বিএনপি ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেন বর্তমান নির্বাচন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশের হয়রানি, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুৎতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হয়নি। বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদের জনগণ প্রস্তুত হয়েছে তারা প্রতিটি হত্যা ও নির্যাতনের প্রতিশোধ নেবে। এই এই সরকারের পতন হবে এবং ১৮০ দিনের মধ্যেই পতন হবে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি, রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন হাজার হাজার বিএনপি কর্মী।

আরও পড়ুন: