দৌলতপুরে স্থানীয় সরকার দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে স্থানীয় সরকার দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ স্থানীয় সরকার দিবস উদ্যাপনের সার্বিক বিষয় তুলে ধরেন।
নিজ নিজ মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী, দৌলতপুর জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৗশলী মো. খাদেমুল ইসলাম, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
![]()
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৭-১৯ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উদযাপন ও মেলার আয়োজনের সিদ্ধান্ত হয়। মেলায় বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পরিষদের ষ্টলে সরকারের উন্নয়নমূলক চিত্র প্রদর্শন করারও সিদ্ধান্ত হয়। এছাড়াও এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান গ্রহণ করা হয়।
