কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৩
কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন  উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগস্ট কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরোর আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ডিসি অফিস চত্বরে বর্ণাঢ্য র‍্যালি করে সাক্ষরতা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। র‍্যালি শেষে জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন আজকে সাক্ষরতা দিবস পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দিবসটি পালন করছি, সাক্ষরতা মানেই এই না যে শুধু লিখতে পারা, লিখতে পারার পাশাপাশি পড়তে পারাটাও সাক্ষরতা, আমাদের সকলের ঘরেই ইন্টারনেট আছে আর এই ইন্টারনেট থেকে ভালো ভাবে প্রশিক্ষণ নিতে লিটারিছি প্রয়োজন, ডাক্তার অনেক সময় প্রেস্ক্রিপশন করে এবং ওষুধ লিখে সে বিষয়ে আমরা চাইলে গুগলে সার্চ দিয়ে সব তথ্য জানতে পারি এবং রোগ এবং প্রতিকারের বিষয়েও জানতে পারি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সরকার যে উদ্দ্যেশ গুলো হাতে নিয়েছে সেগুলো যদি বাস্তব জিবনে কাজে লাগানো যায় তাহলে ভালো কিছু হবে।কুষ্টিয়ায় সাক্ষরতার হার অনেক ভালো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন বাস্তবায়ন করতে ১০০% লিটারিছি প্রয়োজন। সাক্ষরতার হার বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই নিজের বাইরে সমাজ কে নিয়ে ভাবেন সমাজ কে নিয়ে ভাবেন, একটা কথা মনে রাখবেন অর্থসামাজিক উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হলো সাক্ষরতা।আপনারা সবসময় নিজের ছেলে প্লাস পেয়েছে পাশে বাড়ির ছেলে নেশা করে এগুলো না বলে সবাই কে নিয়ে কাজ করুন, অন্য মানুষের জন্য জিবন বিলিয়ে দেন।যার যার যে দায়িত্ব সঠিক ভাবে পালন করুন সুন্দর দেশ গড়তে সাহায্য করুন।

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিতএসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ,জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জিহাদুল , রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুন্সি সহ অন্যনরা।

উল্লেখ্য ৮ সেপ্টেম্বর শুক্রবার, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইউনেসকো কর্তৃক নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য- ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে সাক্ষরতা দিবসে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন: