অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩০, ২০২৩
অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

৩০ শে আগষ্ট বুধবার দুপুর ৩ টায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের সামনে আইনজীবী সমিতির সদস্য অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

অ্যাড. কামরুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

অ্যাড. নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোহাম্মদ আবু সাঈদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাড. মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক ও ব্লাষ্টের সভাপতি অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এনাম, সাবেক সিনিয়িত সহসভাপতি অ্যাড. আব্দুল ওয়াদুদ, সাবেক সহসভাপতি অ্যাড. আকরাম হোসেন দুলাল, সাবেক স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. শরীফ উদ্দিন রিমন, সিনিয়র সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র সদস্য ও সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইমরান হোসেন দোলন এবং আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক অ্যাড. সাইফুর রহমান সুমন, মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন অ্যাড. রাজীব আহসান রঞ্জু।

উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. শাহ শফি, অ্যাড. শফিকুল ইসলাম পলাশ, জেলা সমিতির সভাপতি শাপসা ইসলাম মৌ, সিনিয়র অ্যাড. আবু আজম, জুনিয়র সদস্য অ্যাড. তরিকুল ইসলাম তুষার, অ্যাড. আরিফুল ইসলাম রিপন, অ্যাড. মঞ্জুরুল আলম সান্নু, অ্যাড. রকিবুজ্জামান রানা, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. মেহেদী, অ্যাড. দেলোয়ার, অ্যাড. মনিরুল, অ্যাড. ফারজানা লিজাসহ শতাধিক আইনজীবীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পারিবারিক জমি বাটয়ারা সম্পন্ন করে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রেজিষ্ট্রি অফিসে নিবন্ধনের জন্য গেলে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা তার উপর গুলি চালায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসারত রয়েছেন। আইনজীবীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে জড়িত ভুমিদস্যু সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়।

আরও পড়ুন: