কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রয়েল আহমেদ গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৩৭ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রয়েল আহমেদ (২৯) কে গ্রেফতার করা হয়েছে।
রয়েল আহমেদ কুষ্টিয়া জেলার সদর থানার গোপালপুর এলাকার মেজবাউর রহমানরে পুত্র।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রয়েল আহমেদ গ্রেফতার
র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ আগষ্ট ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন নগর মোহাম্মদপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবা সহ রয়েল আহমেদ কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ৩৭ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ১১,১০০/-(এগারো হাজার একশত) টাকা জব্দ করা হয়েছে।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূ্ত্রে জানানো হয়েছে।
![]()
