হরিনারায়ণপুর এ শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ এবং যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির ১৪তম দিনে, গতকাল সোমবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে হরিনারায়ণপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

হরিনারায়ণপুর এ শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুষ্ঠানে হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ও হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো মহি উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মো ফারুক হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম। এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিচুর রহমান বিকাশ,সদর উপজেলা আওয়ামীলিগের সহসভাপতি ডা: গোলাম মওলা, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরকার আক্তারুজামান টগর, সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন রেখা, জেলা পরিষদের কমিশনার জহুরুল হক।
সদর উপজেলা আওয়ামীলিগের সদস্য আব্দুল বারী বিশ্বাস, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট,কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদ্বিপুজামান সংগ্রাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান। জেলা ছাত্র লীগের উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান সৌরভ।

এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের মধ্যে ছিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওহিদুল ইসলাম ওহিদ,যুগ্ম আহ্বায়ক মিন্টু বিশ্বাস,যুগ্ম আহ্বায়ক তানভীর সাকি, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো হাসান আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাদশা আলম ও সাধারন সম্পাদক মো: হানিফ শেখ এদের নেত্রীতে শোক রেলির মাধ্যমে তারা অনুষ্ঠানে যোগদান করে।
বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আগস্ট সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জীবনে নেমেছিলো কালোরাত। সেদিন জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে খান্ত হয়নি। তারা দেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারকেই নির্মূর করতে চেয়েছিল এসব বিষয়ে আলোচনার মাধ্যমে এবং সর্বশেষ সকলের মাঝে কাঙ্গালী ভোজ বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
