কুমারখালীতে আ.লীগের শোকসভা, দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে শোকাবহ আগষ্ট উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

কুমারখালীতে আ.লীগের শোকসভা, দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘ বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার খুনোখুনি হবে। লুটপাট শুরু হবে। অরাজকতা সৃষ্টি হবে। দেশের মানুষের উপর নির্যাতন হবে। জান ও মালের ক্ষয়ক্ষতি হবে। সেজন্য সেবিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। জনগণের দৌড়গড়াই শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।’
![]()
