ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সমাবেশ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার বিকেল ৫টায় উপজেলা সে¦চ্ছাসেবক লীগের উদ্যোগে বাসষ্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সমাবেশ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও কাউন্সিলর সোলাইমান মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিহত সঞ্জয়ের স্ত্রী বীথি রানী প্রামাণিক, সঞ্জয়ের ছোট ভাই সম্পদ প্রামানিক। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহবুব আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সিনিয়র সভাপতি আহাদুজ্জামান রানা, সহ-সভাপতি আনোয়ার হোসেন গামা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম শিশির, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয় প্রামানিক হত্যাকান্ডে জড়িত জাসদ যুবজোট নেতা শোভনসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। সভায় আওয়ামী লীগের নেতারা মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমান শোভনের চাচা নুর ইসলাম হাজীকে গ্রেফতারের জন্যে প্রশাসনকে ৪৮ ঘন্টা আল্টিমেটাম বেধে দেন। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়।
![]()
