আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১০, ২০২৩
আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ

সকল প্রাণে একই সুর’ যেতে হবে বহু দূর” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন সংগঠকদের সমন্বয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা কনফারেন্স রুমে সদর উপজেলার সম্মানিত সংগঠকদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ

আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ

আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে : এমপি হানিফ

উক্ত সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এবং পরিচালনা ও সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (প্রশাসক) বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজু প্রমূখ।

এসময় প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের কাছে এক সময় তলাবিহীন ঝুড়ি নামে পরিচিত ছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিলো বাংলাদেশ ডিজিটাল দেশ হিসাবে রুপান্তরিত হবে। কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে তিনি সহ তার পরিবারের সদস্যরা শহিদ হন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পৌছে যেতো। পিছিয়ে পড়া দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে প্রচেষ্টা চালানোর আহ্বান করেন তিনি।

হানিফ এমপি আরো বলেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ পরিবেশের জন্য দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। ইতিমধ্যে আপনারা প্রমান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রতিটি পরিবার সচ্ছ্বলভাবে জীবন যাপন করছে। প্রতিটি মানুষ সুন্দর ভাবে বাঁচতে শিখেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ রাখা প্রতিটি সংগঠকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আগামী দিনে দেশের উন্নয়ন সহ কুষ্টিয়ায় উন্নয়নের স্বার্থে প্রতিটি সংগঠককে সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ, ইতি মধ্যে গত ২সপ্তাহ পূর্বে সদর উপজেলাতে একই ভাবে আরো অন্যান্য সংগঠকদের সাথে হানিফ এমপি মতবিনিময় করেন।

আরও পড়ুন: