কুষ্টিয়ায় আর থাকছে না ভূমিহীন ও গৃহহীন পরিবার : ডিসি এহেতেশাম রেজা
কুষ্টিয়া জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা হতে যাচ্ছে। কুষ্টিয়ায় আর থাকছে না ভূমিহীন ও গৃহহীন। এমনটি জানাতে প্রেস ব্রিফিং করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন। সোমবার (৭ আগস্ট) বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

কুষ্টিয়ায় আর থাকছে না ভূমিহীন ও গৃহহীন পরিবার : ডিসি এহেতেশাম রেজা
তিনি বলেন, মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া জেলায় চিহ্নিত ১৪৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ইতোমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ১ম ধাপে দুই শতক জমিসহ মোট ১৩১৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলাকে ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। নির্মাণকৃত প্রতিটি ঘরের বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন ও নামজারী সম্পন্ন হয়েছে।
দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহে রান্না ঘর, বৈদ্যুতিক সংযোগ, টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ১৬০টি ঘরের উদ্বোধন ঘোষণা করবেন এবং তাদের মাঝে কবুলিয়ত দলিলসহ নামজারী খতিয়ান হস্তান্তর করা হবে। এই ১৬০জন ভূমিহীন পুনর্বাসনের মাধ্যমে সমগ্র কুষ্টিয়া জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।
![]()
অপরদিকে ইতোমধ্যে হস্তান্তরিত ঘরের সংখ্যার মধ্যে রয়েছে কুষ্টিয়া সদরে ১৪৯টি, কুমারখালীতে ১৩৫টি, মিরপুরে ৩১৭টি, ভেড়ামারায় ২৫৯টি ও দৌলতপুরে ১৯০টি। আর ৯ আগস্ট খোকসা উপজেলায় ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করে কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা হবে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
