দেশের মানুষ বিএনপি-জামায়াত নামক সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না : সদর উদ্দিন খান
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের কার্যালয়ে ২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মন্দির এবং স্কুল কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্প সমূহের প্রথম কিস্তির চেক প্রদান করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

দেশের মানুষ বিএনপি-জামায়াত নামক সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না : সদর উদ্দিন খান
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪১টি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্তদের কাছে ৭৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সেলিম হক, আল বাকী বাদশা এবং খোকসা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন- শেখ হাসিনা’র সরকার বাংলাদেশে যে পরিমান উন্নয়ন করেছে তা আগে কোন সরকারের সময়ে হয় নাই। আগের সরকারের জনপ্রতিনিধি এবং আমলা’রা সরকারের বরাদ্দকৃত উন্নয়নের টাকা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। তারা দেশের জন্য উল্লেখযোগ্য কোন কাজই করে নাই।
আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশের উন্নয়ন দেখে তাদের জ্বলে। তাই সরকারের বিরুদ্ধে দেশী-বিদেশী নানান ষড়যন্ত্রে তারা লিপ্ত। তারা চায় না, দেশের উন্নয়ন হোক, তারা চায় না দেশের মানুষ ভালো থাকুক। তারা জানে কিভাবে বোমা হামলা করতে হয়, তারা জানে কিভাবে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা যায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদেরকে আবারও ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করবে। কারণ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে চাই। দেশের মানুষ বিএনপি-জামায়াত নামক সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না।
![]()
