কুষ্টিয়ায় সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও মেলা শুরু
”গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মে দেশ গড়ি” স্লোগানে কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ।

কুষ্টিয়ায় সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও মেলা শুরু
বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, এইবারের বৃক্ষ মেলায় কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক প্রজাতির ফলজ, বনজ, ঔষুধি এবং ফুলের চারা নিয়ে বৃক্ষ মেলায় সর্বমোট ৩২ টি স্টলের মাধ্যমে অংশ নিয়েছে নার্সারী মালিকেরা।
বুধবার ২ অগাস্ট সরেজমিনে বৃক্ষমেলার স্থান ঘুরে দেখা যায়, ৩২ টি স্টলের নার্সরী মালিকদের অধিকাংশই তাদের স্টল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করেছে । তাদের সাথে কথা বলে জানা যায়, বুধবার রাতের মধ্যেই সমস্ত স্টল পরিপূর্ণ ভাবে প্রস্তুত হয়ে যাবে ।
সরেসজিমনে আরো দেখা যায়, ইতিমধ্যে বৃক্ষপ্রেমীরা মেলায় হাজির হয়েছেন, যদিও সংখ্যা খুবই কম । তবে মেলায় অংশ গ্রহনকারী নার্সারী মালিকেরা মনে করছেন মেলা উদ্বোধন হওয়ার পর ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে। এদিকে নার্সারী মালিক এবং কর্মচারীরা অভিযোগ করে বলেন, মেলার জায়গা কম হওয়ার কারণে তারা তাদের উৎপাদিত অনেক গাছের চারা নিয়ে আসতে পারছেন না। তাই আগামীতে মেলার জায়গা বাড়ানোর দাবী করেন তারা।
বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা’র বিষয়ে সামাজিক বন বিভাগ কুষ্টিয়া’র রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার সেন গুপ্ত বলেন, সারা দেশে তিন দিন ব্যাপি বৃক্ষ মেলা কর্মসূচীর ধারাবাহিকতায় কুষ্টিয়াতে ৭ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । প্রচুর পরিমানে চারা’র সমারহ ঘটনো হয়েছে, যাতে বৃক্ষ প্রেমিক মানুষেরা এখান থেকে নায্য মুল্যে চারা কিনতে পারে। এবারের বিভিন্ন বন বিভাগের পৃষ্টপোষকতায় প্রজাতির চারা’র জন্য ৩২ টি স্টল রয়েছে। এবারের মেলায় অনান্য বারের তুলনায় প্রচুর লোকের সমাগম হবে। কারণ মেলা শুরুর দুই দিন আগে থেকে এখানে স্টল বসে গিয়েছে এবং মালিকেরা বিক্রয় ও বিপনন শুরু করে দিয়েছেন। এছাড়াও তথ্য অফিসের মাধ্যমে মেলার প্রচার চলছে এবং সামাজিক বন বিভাগের পক্ষ থেকেও মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে।
![]()
বৃক্ষ মেলায় আগত ক্রেতা এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তাপস কুমার সেন গুপ্ত বলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মেলায় আগত ক্রেতা এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন সহ সার্বিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তাই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই ।
