খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩
বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রবিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার সময় খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খোকসায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু, আনচার প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, খোকসা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এক দফা নামে নাটক সাজিয়ে সমগ্র বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত আবার সেই বোমাবাজি, ককটেল বিস্ফোরন, মানুষ হত্যা ও বাস পোড়ানোর মত জঘণ্য কাজের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আওয়ামীলীগকে ভয় দেখিয়ে বা চোখ রাঙিয়ে লাভ নাই। আওয়ামীলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল, আওয়ামীলীগ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। আওয়ামীগের নেতা কর্মিরা দেশের প্রয়োজনে জীবন বাজি রেখে সমস্ত অপশক্তি মোকাবেলা করেছে। প্রয়োজন হলে আওয়ামীলীগের নেতা কর্মিরা জীবন দেবে। তবুও স্বাধীনতা বিরোধীদের কাছে মাথা নত করবে না। নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি যে নোংড়া রাজনীতি শুরু করছে তার জবাব রাজনীতির মাধ্যমে রাজপথে দেওয়া হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই।

প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম’র নেতৃত্বে নেতাকর্মিরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, মিছিলটি খোকসা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে সর্বসাধারনের মাঝে সচেতনামূলক বার্তা পৌঁছে দেয় উপস্থিত নেতা কর্মিরা এবং মিছিল শেষে চলমান কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন: