কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৭, ২০২৩
কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের তত্ত্বাবধানে এবং কুষ্টিয়া সিটি কলেজের আয়োজনে তিনদিনব্যাপী আরসি/আরসি বেসিক এন্ড ফার্স্ট এইড ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান বুধবার কুষ্টিয়া সিটি কলেজে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন রেডক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সিনিয়র লেকচারার নার্গীস পারভীন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান তারিক। গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানী পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া রেডক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান-২ মনি মাহমুদ। বক্তব্য রাখেন কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, একাদশ শ্রেণির শিক্ষার্থী শেখ আলামিন ও রুহি নাফিজা তাবাচ্ছুম।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলামকে ১ম, সানজিদা খাতুন সিথীকে ২য় এবং মোঃ আল-ইমরানকে ৩য় পুরস্কার দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, কুষ্টিয়া রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মেহেদী হাসান জয়, প্রশিক্ষণ বিভাগের উপ-প্রধান রিয়াজুল ইসলাম রাফি, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান আল- বাশির।

উল্লেখ্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিট প্রধান জুনিয়র সহকারী পরিচালক সাইদ মোঃ শামিম রহমানের সহযোগিতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণে কুষ্টিয়া সিটি কলেজের ৫৩ জন শিক্ষার্থীকে বেসিক এন্ড ফার্স্ট এইড ট্রেনিং দেয়া হয়।

আরও পড়ুন: