রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৬, ২০২৩
রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আমি ও আমার দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের দুর্নীতি মুক্ত রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগনের সেবা প্রদান করতে চাই। আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমার চলার পথকে মসৃন করতে সহায়ক হবে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময়

জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে একজন সারথী হিসেবে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমার কাজে অনুপ্রেরনা জুগাবে বলে আশা রাখি। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অপরিসীম ভুমিকা রেখে যাচ্ছেন। তাঁর নেতেৃত্বে বাংলাদেশ আজ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আর এই চ্যালেঞ্জ গুলো সফলতার সাথে মোকাবিলা করে আমরা বিশ্ব অঙ্গনে আরো পরিচিতি ও সম্মানজনক অবস্থানে পৌছতে পারবো বলে আশা রাখি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার জনগনের প্রতিনিধি হিসেবে আমার দেয়ার অনেক রয়েছে। আমি সর্বদা জনগনের সেবার মান বৃদ্ধিতে বদ্ধপরিকর। তিনি বলেন, আমার দপ্তরে জনগনের প্রত্যাশিত সেবা প্রদানে কোন রকমের অভিযোগ বরদাস্ত করবো না। প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন,আপনারা আমার অভিভাবক তুল্য আপনাদের সহযোগিতা ও ভালবাসা পেলে আমি আমার সহকর্মীদের নিয়ে এই জেলার জন্য ব্যতিক্রমধর্মী কিছু কাজ করে দেখাতে চাই।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, সকলের সমন্বিত প্রচেষ্ঠায় আমরা অনেক কল্যাণকর কাজ করতে পারি আর এজন্য আমি প্রত্যেক সেক্টরের মানুষের সাথে মত বিনিময় করবো। জেলা প্রশাসক জেলার সার্বিক কল্যাণে সরকারের সকল উন্নয়নকাজে আপনাদের সহযোগিতা চাই।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমীন সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুষ্টিয়া চেম্বারের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি ডাঃ এস এম মোস্তানজিদ, সাধারন সম্পাদক অধ্যাপক সেলিম তোহা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক এস,এম মোস্তানজিদ, জাসদ জেলা সভাপতি মহসিন আলী, বিআরবি কেবলস এর জেনারেল ম্যানেজার দ্বীপন কুমার দাস, কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মোকাররম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ কুষ্টিয়ার সাধারন সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, জিপি এ্যাড, আখতারুজ্জামান মাসুম, পিপি এ্যাড, অনুপ কুমার নন্দী, বাসস প্রতিনিধি নুর আলম দুলাল, সাংবাদিক নুরুল কাদের।

আরও পড়ুন: