কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৮, ২০২৩
কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন!

কুষ্টিয়া ইবি থানাধীন লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগ উঠেছে । গত রবিবার (১৬ জুলাই ২০২৩) দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত ইমরান (২৩) ও সেন্টু ঢালি (২৮) কে নির্মম নির্যাতন করা হয় বলে জানা যায়। এদিকে বিকাশ প্রতারক চক্রের সদস্য বলে তাদেরকে দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন!

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন!

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দুই যুবককে নির্যাতন!

নির্যাতনের শিকার দুই যুবক হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গাংনালীয়া বাখরা গ্রামের উসমান গনির ছেলে ইমরান ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চর ত্রিবেনী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সেন্টু ঢালি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ঘটনা সূত্রে জানা যায়, ইবি থানাধীন হরিনারায়নপুর গ্রামের মৃত বিশের ছেলে পুলিশ কর্মকর্তা পারভেজ কিছুদিন আগে ২ লক্ষ ২৩ হাজার টাকা বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে খোয়ায়। এরই জের ধরে তিনি লক্ষীপুর বাসস্ট্যান্ডে শামীম এর বিকাশের দোকান থেকে গত রবিবার দুপুরে দু’জন সন্দেহভাজন যুবককে বিকাশ প্রতারক বলে ধরে।

এসময় শামীম সহ স্থানীয়রা ওই দুই যুবককে বেধড়ক মারধর করে আটকে রাখে। বিকাশের দোকানি শামীম ও পুলিশ কর্মকর্তা পারভেজ তাদের পরিবারের সদস্যদের খবর দেয়। পারভেজ তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত নিতে স্থানীয় থানা পুলিশে না দিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টা পর্যন্ত লক্ষিপুর একটি কোচিং সেন্টারে আটকে রাখে। পরে অবস্থা বেগতিক দেখে তারা পুলিশকে খবর দেয়। যদিও সন্ধ্যায় প্রতিবেদক ইবি থানার অফিসার ইনচার্জ এর সরকারি নাম্বারে ফোন দিয়ে জানান তবুও পুলিশ ঘটনাস্থলে আসেনি।

এলাকাবাসী জানায়, পারভেজ আগে থেকেই ইবি থানা পুলিশকে জানিয়েছেন। পারভেজ তার টাকা আদায়ের জন্য থানায় না নিয়ে তার নিজ হেফাজতে রেখেছিলেন।

এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিকাশ ও নগদ একাউন্ট থেকে প্রতারণার শিকার অনেকেই সেখানে আসেন। কাউকেই পরে ওই দুই যুবককের কাছে যেতে দেওয়া হয়নি।

সেন্টু ঢালির সাথে কথা বললে তিনি বলেন আমি যাই বলি না কেন আপনারা বিশ্বাস করবেন না। আমি আজই প্রথম ইমরানের সাথে এখানে এসেছি।

ইমরান বলেন, আমার মাগুরাতে একটি ফাস্টফুড এর দোকান রয়েছে। আমি এক সপ্তাহ হয়েছে এই কাজ করি। আমাকে শিখিয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনের রক্সি। আমি দিন হাজিরায় কাজ করি। আমার কাজ বিকাশের এজেন্টের কাছে বিকাশ করতে আশা যে নাম্বারের খাতা থাকে সেই খাতার ছবি তুলে রক্সির কাছে পাঠানো। বাকি কাজগুলো রক্সি করে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পুলিশ কর্মকর্তা পারভেজ ইমরান ও সেন্টু ঢালির পরিবারের সদস্যদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরিবারের কাছে তুলে দেন। এখন জনমনে সন্দেহ আসলেই কি তাঁরা প্রতারক?

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ এর সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: