মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে ট্রেনে কাটা পড়ে সেকেন আলী (৭৫) নামে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করেছে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রবণ প্রতিবন্ধী সেকেন আলী মাঠে কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মিরপুর-দর্শনা রেলওয়ে সড়কের পোড়াদহে ১৬৮/২-৪ পিলারের কাছে পৌঁছালে কানে কম শুনার কারণে দর্শনাগামী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের কোন অভিযোগ না থাকায় পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করে।
![]()
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি পোড়াদহে ঘটেছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-১৩।
